এসময় শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় তথা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নোয়াখালী সরকারি কলেজ। এ কলেজে নোয়াখালীর নয়টি উপজেলার শিক্ষার্থীরা ছাড়াও পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ও ফেনী জেলার অনেক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। কলেজের নিজস্ব আবাসন ব্যবস্থা কম থাকায় বেশিরভাগ শিক্ষার্থী নিজ বাসা বাড়ি থেকে যাতায়াত করে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা গণপরিবহনে ক্যাম্পাসে আসে। গণপরিবহনে বিভিন্ন সময় চালকদের দুর্ব্যবহার ও গণপরিবহন শ্রমিকদের হেনস্থার শিকার হয় শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
এছাড়াও অদক্ষ, লাইসেন্সবিহীন চালক ও ফিটনেস বিহীন গাড়ির কারণে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে কোনো না কোনো শিক্ষার্থী। সবশেষ গত মঙ্গলবার (৪ নভেম্বর) কলেজ থেকে সিএনজি করে বাড়ি ফেরার পথে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান ও হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান নিহত হন।
তারা আরও জানান, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলেও প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো নিজস্ব পরিবহন নেই।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা দ্রুতসময়ের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।





