খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে অসুস্থ করেছিলো আওয়ামী লীগ: জয়নুল আবদিন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক | ছবি: সংগৃহীত
0

খালেদা জিয়াকে আওয়ামী লীগ সরকার কারাগারে আটকে রেখে অসুস্থ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

গণতন্ত্র উত্তরণের সংকটে বেগম খালেদা জিয়াকে সবথেকে বেশি প্রয়োজন বলে জানিয়ে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন কারাগারে আটকে রেখে অসুস্থ করেছিল আওয়ামী লীগ সরকার।’

আরও পড়ুন:

এ সময় তিনি বলেন, ‘খালেদা জিয়ার বাংলাদেশ থেকে চিরবিদায় করার চেষ্টা হয়েছে। বিএনপিকে ভাঙার নানা ষড়যন্ত্র হয়েছে। যারা সাবেক বিএনপির সমালোচনা করতো তারাও আজ বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করছে।’

এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

ইএ