নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষকে চিকিৎসা

নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে
নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে | ছবি: এখন টিভি
1

নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩০০ মানুষ। এক ডজন চিকিৎসকের তত্ত্বাবধানে আজ (বুধবার, ৫ নভেম্বর) দিনব্যাপী সদরের সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে এ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নরসিংদী জেলা শাখা।

দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও চিকনগুনিয়া রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক তারেক রহমানের ৩১ দফা কার্যক্রমের অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় হয় বলে জানায় আয়োজকরা।

এতে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, গ্যাষ্ট্রো এন্টাররোলজি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থপেডিক বিশেষজ্ঞসহ ১২ জন চিকিৎসক সেবা প্রদান করেন। দিনব্যাপী এ চিকিৎসা সেবা গ্রহণ করেন বিভিন্ন বয়সী রোগীরা।

আরও পড়ুন:

ড্যাব, নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এম. এস.এস, হাসান আল জামীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

এসময় তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হয়েছে। অংশগ্রহণমূলক ও অবাধ-সুষ্ঠু নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।’

এসময় ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী সিভিল সার্জন ড. সৈয়দ মো. আমিরুল হকসহ চিকিৎসা সেবায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসএস