আজ (বুধবার, ৫ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে ৪ ঘণ্টাব্যাপী চালানো হয় এ অভিযান। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূষণছড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও আইমাছড়া পরিবার কল্যান কেন্দ্রে অভিযান চালায় দুদক।
দুদকের রাাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম এ অভিযান চালান।
কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত অফিস না করা, ঔষধ প্রদানে অনিয়ম, বিভিন্ন বরাদ্দ ও খরচে গরমিল এবং স্বাস্থ্য সেবা থেকে স্থানীয়দের বঞ্চিত করাসহ নানান অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান দুদক কর্মকর্তরা। অভিযানে আইমাছড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময়ে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন না।
দুদক সহকারি পরিচালক ফরহাদ হোসেন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অভিযোগের সত্যতা পাওয়া যায়। একটি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ পাওয়া যায়। তদন্তে প্রাপ্ত সকল নথি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথাও বলেন তিনি।





