পুলিশ জানায়, জাজিরার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারিকান্দি এলাকার ইউপি সদস্য নাসির বেপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ভোরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে উভয়পক্ষের লোকজন হাতবোমা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
আরও পড়ুন:
এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটকের বিষয় নিশ্চিত করেছে পুলিশ। পাশাপাশি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে থানা পুলিশের।





