জামালপুরে অটোরিকশা চালকদের অর্ধদিবস ধর্মঘট, ৫ দাবি

অটোরিকশা চালকদের ধর্মঘট
অটোরিকশা চালকদের ধর্মঘট | ছবি: এখন টিভি
1

জামালপুরে ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, লাইসেন্স-বিহীন গাড়ী চলাচল বন্ধসহ ৫ দফা দাবিতে অটোরিকশা চালকদের অর্ধদিবস ধর্মঘট চলছে। আজ (রোববার, ২ নভেম্বর) সকাল থেকে ইজি-বাইক ও রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘট অব্যাহত থাকবে দুপুর ২টা পর্যন্ত ।

এতে করে শহরে বন্ধ রয়েছে সকল প্রকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল। অটোরিকশা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেকে পায়ে হেঁটেই যাচ্ছেন তাদের গন্তব্যে। এতে করে সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আরও পড়ুন:

অটোরিকশা চালকদের ৫ দফা দাবি হলো- ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, গাড়ী রং করার সিদ্ধান্ত বাতিল, যানজট নিরসনে শহরের প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসানো ও লাইসেন্স-বিহীন গাড়ী চলাচল বন্ধ করার দাবি জানান।

ইএ