অতিরিক্ত বৃষ্টিতে বিপর্যস্ত চাঁপাইনবাবগঞ্জের পৌরবাসী

বসতঘরে ঢুকেছে বৃষ্টির পানি
বসতঘরে ঢুকেছে বৃষ্টির পানি | ছবি: এখন টিভি
0

অতিরিক্ত বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা এলাকার বসতবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরবাড়ি ও ছাত্রাবাসেও প্রবেশ করেছে পানি। শহরের রাস্তাগুলোতে দেখা গেছে হাঁটুপানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসী।

স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার, ৩১ অক্টোবর) সন্ধ্যার পরে শুরু হয়ে সারারাত বৃষ্টি হয়েছে। এতে অক্টয় মোড়, সোনার মোড়, বিশ্বরোড় মোড় এলাকায় ঢুকে গেছে। রাস্তায় জলাবদ্ধতায় অনেক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘরের সামনে পানি জমায় অনেকে গৃহবন্দি হয়ে পড়েছেন। কারও কারও রান্নাঘর-টিউবওয়েল ডুবে গেছে পানির নিচে।

বেলে পুকুর এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন হোসেন বলেন, ‘আমার দোতলা বাড়ি। প্রথম তলায় বৃষ্টির পানি ঢুকে আছে। আমরা দোতলায় বসবাস করছি। বাইরে যাওয়ার সুযোগ নেই। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলেও ব্যবস্থা হচ্ছে না।’

আরও পড়ুন:

এ এলাকার বাসিন্দা রুমালি বেগম বলেন, ‘চার বছর ধরে অল্প বৃষ্টিতে আমাদের বাড়িতে পানি ঢুকে যায়। বসবাস করতে পারি না। বাড়ির মধ্যে হাঁটুপানি। নষ্ট হচ্ছে বিভিন্ন আসবাবপত্র।’

সোনার মোড় এলাকার বাসিন্দা ঈমাম হোসেন বলেন, ‘বাড়ির পর্যাপ্ত নালা ব্যবস্থাপনা না থাকা, বিদ্যমান নালার অচলাবস্থা এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে সামান্য বৃষ্টিতেই পৌরসভার অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে।’

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ বলেন, ‘অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার করণেই এমন সমস্যার সৃষ্টি হচ্ছে। শহরে জমে থাকা পানি মেশিনের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে। আশা করি, ড্রেনের কাজ শেষ হলে জলাবদ্ধতা নিরসন হবে।’

এসএস