নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশা যাত্রী নিহত

দুর্ঘটনা কবলিত যানবাহন
দুর্ঘটনা কবলিত যানবাহন | ছবি: এখন টিভি
1

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মালবাহী কাভার্ডভ্যানের চাপায় মাঈনউদ্দিন (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) রাতে কাঁচপুর সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈনউদ্দিন কুমিল্লার দাউদকান্দি এলাকার জাকির হোসেনের ছেলে।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বরাতে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি মালবাহী কাভার্ডভ্যান সেতুর ওপর উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে যায়। এসময় পেছনে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী মাঈনউদ্দিন নিহত হন এবং আহত হন অটোরিকশার চালকসহ আরও এক যাত্রী।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএস