প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানিয়েছে, বিলাইছড়ি উপজেলা পরিষদের সম্প্রসারিত পঞ্চম তলার নির্মাণাধীন ভবনের নির্মাণকাজে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করেন আকিল আহমেদ। কিন্তু আজ কাজ করার সময় অসাবধানতাবশত পঞ্চম তলা থেকে নিচে পড়ে যান আকিল।
পরে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাকে বাঁচানো যায়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক হাসপাতালে আসেন।
আরও পড়ুন:
বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রনি সরকার জানান, দুর্ঘটনার শিকার ওই নির্মাণ শ্রমিক মাথায় আঘাত ও রক্তক্ষরণ হয়ে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান।
বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া জানান, নির্মাণ শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





