আজ (সোমবার, ২০ অক্টোবর) দুপুরে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘আমাদের সমস্যাগুলোকে যদি আমরা পলিসি মেকিং লেভেলে তুল ধরতে পারি, তবেই অ্যাটেনশন পাবো। পলিসি মেকিং লেভেলে পার্বত্য চট্টগ্রামকে গুরুত্ব দেয়া হবে। এখানকার রিসোর্স ইনজেকশন করা হবে। আমরা আশা করছি সুষম উন্নয়নের যে স্বপ্ন দেখছি, সেটা বাস্তবায়ন সম্ভব হবে। এক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, দারিদ্র্যতা, বেকারত্ব— এ বিষয়গুলোর প্রকৃত তথ্য জাতির কাছে তুলে ধরার মাধ্যমে পরিসংখ্যান ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
আরও পড়ুন:
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা নূয়েন খীসা, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. নুর উজ জমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ।
‘কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা ফর এভরিওয়ান’— এ প্রতিপাদ্যে এবারের দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
এ আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।





