চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

সাংবাদিক নাম লিটন কুমার চৌধুরী
সাংবাদিক নাম লিটন কুমার চৌধুরী | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের সীতাকুণ্ডতে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল (রোববার, ১৯ অক্টোবর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড কলেজ রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকের নাম লিটন কুমার চৌধুরী। তিনি একটি জাতীয় দৈনিকের সীতাকুণ্ড প্রতিনিধি।

পুলিশ সূত্রে জানা যায়, সীতাকুণ্ড কলেজ রোডে ১০-১২ জন লিটন কুমার চৌধুরীর ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা ভুক্তভোগীর নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন:

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় লিটন চৌধুরীকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’

এফএস