সাইকেলবান্ধব নগরের দাবিতে ময়মনসিংহে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

ময়মনসিংহে সাইকেল র‍্যালির আয়োজন
ময়মনসিংহে সাইকেল র‍্যালির আয়োজন | ছবি: সংগৃহীত
1

পরিবেশ রক্ষায় ও যানজটের সমস্যা থেকে মুক্তি পেতে বাইসাইকেলের ব্যবহারের বার্তা সবার কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে সাইকেল র‍্যালি। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) এ সাইকেল র‍্যালির আয়োজন করে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ  ও রাউন্ড টেবিল বাংলাদেশ।

বাড়ছে যানজট, দূষণ ও কালো ধোঁয়া— এর সমাধানে চাই বাইসাইকেলের ব্যবহার। আর তার জন্য দরকার পৃথক সাইকেল লেন। ‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’—এমন স্লোগানকে সামনে রেখে এ সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন অন্তত কয়েকশো সাইক্লিস্ট। 

ভোর থেকেই নগরীর সার্কিট হাউস মাঠে সাইক্লিস্টরা জড়ো হতে থাকে। পরে এক নান্দনিক সাইকেল স্ট্যান্ড শো আয়োজন করা হয়, যা বাড়তি চমক জোগায় দর্শনার্থীদের মধ্যে।  

পরে সকাল ১০টায় জয়নুল পার্কের রাস্তায় সাইক্লিস্টরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে র‍্যালির কার্যক্রম শুরু করে। এসময় রাউন্ড টেবিল বাংলাদেশের সদস্যদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল র‍্যালির উদ্বোধন করেন ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক।

আরও পড়ুন:

পরে সাইক্লিস্টদের র‍্যালিটি নগরীর টাউনহল মোড় হয়ে নতুনবাজার প্রদক্ষিণ শেষে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে প্রদক্ষিণ করে আবারও সার্কিট হাউস মাঠে এসে শেষ হয়। 

র‍্যালিতে অংশ নেয়া বিভিন্ন বয়সের সাইক্লিস্টরা জানান, সাইকেল মনকে প্রফুল্ল রাখে। এটি একটি উপকারী শারীরিক ব্যায়াম, যা বিভিন্ন রোগ-শোক থেকেও শরীরকে মুক্ত রাখতে সহায়তা করে। তাই সবার সাইকেল চালানোর অভ্যাস গড়ে তোলা দরকার। 

আরএফএল গ্রূপের দুরন্ত সাইকেলের সহযোগিতায় সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত বলে জানান উপস্থিত সাইক্লিস্টরা।

এসএইচ