হিলিতে কৃষকদের সবজি বীজ ও সার বিতরণ

কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ
কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ | ছবি: এখন টিভি
1

দিনাজপুরের হিলিতে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ (বুধবার, ১৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৮০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।

আরও পড়ুন:

এসময় প্রত্যেক কৃষককে এক প্যাকেট করে লালশাক, পালং শাক, বরবটি, বেগুন, লাউ, মূলা ও বাটি শাকের বীজ দেওয়া হয়।

কৃষি অফিসার বলেন, ‘রবি মৌসুমে বসতবাড়ি চাষযোগ্য সবজি ও মাঠে চাষযোগ্য সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।’

এএইচ