‘হাত ধোয়াও, হিরো হও’ প্রতিপাদ্যকে সামনে রেখে হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশু নিকেতন স্কুলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে হাকিমপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
আলোচনা সভা শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ দিবসটির মূল লক্ষ্য হলো সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা তৈরি।