২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণা করা হয়। তখন টাঙ্গাইল কেউ ওই বিভাগের যুক্ত করার কথা ছিল। জেলাবাসীর আন্দোলনের মুখে টাঙ্গাইলকে ঢাকা বিভাগেই রাখা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামকে ভেঙে নতুন দুটি বিভাগ গঠনের উদ্যোগ নেয় বিগত আওয়ামী লীগ সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারও বিষয়টি নিয়ে আলোচনা করছে।
আরও পড়ুন:
১১ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। এতে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব রাখা হয়।
কয়েকদিন ধরে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে টাঙ্গাইলে তীব্র প্রতিক্রিয়া হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার যমুনা সেতু পূর্ব পাড়া গোলচত্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালিত হয়।
সেখানে বক্তারা টাঙ্গাইলকে ময়মনসিংহের সঙ্গে অন্তর্ভুক্তির প্রস্তাব বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।





