জনভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে এক সভা শেষে রোববার রাত ৮টার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
সকালে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় ইউনাইটেড এবং শৌখিন পরিবহনসহ অন্যান্য গাড়িগুলো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
আরও পড়ুন:
এছাড়া নগরীর দিঘারকান্দি ঢাকা বাইপাস এলাকা কিশোরগঞ্জ,নেত্রকোণা, শেরপুর, জামালপুর রোডের গাড়িগুলোও ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে এবং ঢাকা থেকেও বিভিন্ন পরিবহন যাত্রী নিয়ে ময়মনসিংহে এসে পৌঁছেছে।
কয়েকদিনের দুর্ভোগের পর আজ গন্তব্যে পৌঁছাতে পেড়ে স্বস্তি প্রকাশ করেন সাধারণ যাত্রীরা। সেই সঙ্গে আবার কাজে ফিরতে বেড়ে আনন্দিত -পরিবহন শ্রমিকরা।
জেলা প্রশাসক মুফিদুল আলম জানিয়েছেন, সোমবার সকাল থেকে সব বাসই চলবে এবং বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।





