সারা দেশে আজ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি | ছবি: এখন টিভি
1

জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। এসময় ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ। পরে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। প্রতিবাদে আন্দোলনরতরা আজ (সোমবার, ১৩ অক্টোবর) থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। এসময় এনসিপির বেশ কয়েকজন শীর্ষ নেতারা শহিদ মিনারে গিয়ে সংহতি জানিয়ে বলেন, নির্দিষ্ট সময় পরপর আমলাদের বেতন বাড়লেও শিক্ষকদের বেতন বাড়াতে যত গড়িমসি সরকারের।

গতকাল (রোববার, ১২ অক্টোবর) চাকরি জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন সারা দেশ থেকে আসা এমপিওভূক্ত শিক্ষক -কর্মচারীরা

কর্মসূচির এক পর্যায়ে তাদের টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে প্রেসক্লাব থেকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আহত হন একাধিক শিক্ষক-কর্মচারী। কর্মসূচি থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে। পরে পুলিশ জানায় সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতেই তারা ছত্রভঙ্গ করেছে। আটককৃতের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে।

ডিএমপি রমনা জোনের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘আমরা বোঝানোর চেষ্টা করেছি, মাইকিং করেছি, দশ মিনিট সময় দিয়েছি যাতে উনারা একসাথে শহিদ মিনারে চলে যায়। যেহেতু এটা বড় রাস্তা দুই পাশ একসাথে বন্ধ হয়ে গিয়েছিলো।’

এরপর প্রেসক্লাব ছেড়ে দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে অবস্থান নেন সারাদেশ থেকে আসা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আরও পড়ুন:

আন্দোলনকারী শিক্ষকরা জানান, বর্তমান বাজারব্যবস্থায় ৫০০ টাকায় কোনো বাসা ভাড়া পাওয়া যাবে না। এই সিদ্ধান্ত তাদের জন্য অপমানজনক বলেও দাবি করছেন অনেকে।

এদিন বিকেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবির প্রতি সংহিতা জানাতে শহীদ মিনারে আসেন হাসনাত আবদুল্লাহ, শামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এময় এনসিপি নেতারা অভিযোগ করেন , অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখন নিজের আখের গোছাতে ব্যস্ত। জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারা।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন বলেন, ‘খবর পেলাম তারা নাকি ৩০০ কোটি টাকার কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন৷ কিন্তু শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে গেলে তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের কাছে টাকা নেই। প্রত্যেক উপদেষ্টা নিকের আখের গোছানোর কাজ করে রেখেছেন। পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে নেয়া হলো। প্রিয় শিক্ষকদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোনো উদ্যোগ নেয়া হলো না।’

এসময় প্রেসক্লাবে শিক্ষকদের ওপর পুলিশের হামলায় নিন্দা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আমলাদের বেতন ভাতা বারবার বাড়ে, উপদেষ্টারা বিদেশে চিকিৎসা নেন অথচ শিক্ষকদের বেতন ভাতা নিয়ে গড়িমসি করছে সরকার।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এ রাস্তার মধ্যে শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় পরিচয় হতে পারে না। আপনি চিকিৎসা ব্যবস্থার উন্নতি করবেন না, নিজে যাবেন আমেরিকা আর আমাকে দিবেন ৫০০ টাকা, এ রাষ্ট্রীয় মোনাফেকি আমরা মেনে নেব না।’

পরে শিক্ষক নেতারা বলেন, তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত তাদের লাগাতার কর্মসূচি চলবে। সোমবার থেকে সারাদেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে।

ইএ