স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে জারি করা চিঠিতে উল্লেখ করা হয়েছে— নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সোনারগাঁ উপজেলার মোট আটটি ইউনিয়ন (সম্পূর্ণ বা আংশিকভাবে) নাসিকের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
ইউনিয়নগুলো হলো— গোগনগর, কাশিপুর, এনায়েতনগর, ফতুল্লা কুতুবপুর (আংশিক, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্বাংশ), কলাগাছিয়া, বন্দর, মুছাপুর, ধামগড় ও মদনপুর (সম্পূর্ণ অংশ)।
এছাড়া সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের আংশিক এলাকা (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণাংশ) নাসিকের অন্তর্ভুক্তির প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন:
চিঠিতে জেলা প্রশাসক নারায়ণগঞ্জের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে। প্রস্তাবিত ইউনিয়নগুলো সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির শর্ত পূরণ করে কি না তা সরেজমিন পরিদর্শনপূর্বক বিস্তারিত প্রতিবেদন আকারে তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্তমান সীমানা সম্প্রসারণের বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহরের পরিধি আরও বড় হবে এবং নাগরিক সেবার আওতা বৃদ্ধি পাবে।





