বিজিবি সূত্রে জানা যায়, গতকাল (সোমবার, ৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফের বিভিন্ন চেকপোস্ট ও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩২ জন শিশুসহ মোট ১৭০ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি সদস্যরা।
আরও পড়ুন:
টেকনাফের জাদিমুড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. ইসমাইল বলেন, প্রশাসনের পক্ষ থেকে বারবার বৈঠক ও মাইকিং করে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে না যেতে নিষেধ করা হলেও অনেকেই বিভিন্ন কারণে বাইরে যায়। কেউ ডাক্তার দেখাতে, কেউ দিনমজুর কাজ করতে বা মাছ ধরতে যায়। এ সময় বিজিবি তাদের আটক করে আমাদের জিম্মায় হস্তান্তর করেছে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘টেকনাফ উপজেলায় বিভিন্ন চেকপোস্ট ও পৌরসভা এলাকায় কাজের উদ্দেশ্যে আসা রোহিঙ্গাদের আটক করা হয়েছে। পরে তাদের নিজ নিজ ক্যাম্পের মাঝিদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’
বিজিবি জানায়, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধে চলাফেরা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





