আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে নয়ন একটি মাদক মামলায় জেল খেটে বেরিয়েছে বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।
এর আগে আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) দুপুরে ফতুল্লার তক্কারমাঠ এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
এবিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ‘প্রাথমিকভাবে তদন্ত করে জানা যায় যে, নিহত নয়নের দুই স্ত্রী। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার কারণে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হত্যা করে লাশ গুম করা হয়। এছাড়াও সে আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে মাদক মামলায় জেল খেটে বেরিয়েছেন। তার বিরুদ্ধে মাদক ও হত্যাসহ একাধিক মামলাও রয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।’





