দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম খোরশেদ আলম এবং তার ছেলে সালমান সাদিক। তারা নালিতাবাড়ী শহরের ছিটপাড়া মহল্লার বাসিন্দা।
আরও পড়ুন:
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোরশেদ আলম শহরের দক্ষিণ বাজার এলাকায় চেম্বার খোলে প্রতিনিয়ত ডাক্তার সেজে রোগী দেখছিলেন। পাশাপাশি তার ছেলে সালমান মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে খোরশেদ আলমের চেম্বারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এরপর অভিযোগ প্রমাণিত হওয়ায় খোরশেদ আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ছেলে সালমানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরের ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক জাহিদুল ইসলাম ও নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।





