শেরপুরে ভুয়া ডাক্তারের তিন মাসের কারাদণ্ড
শেরপুরের নালিতাবাড়ীতে খোরশেদ আলম নামে এক ভুয়া ডাক্তারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে তার ছেলে ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) দুপুর ২টায় পৌর শহরের তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।