গুনাইহাটিতে বাসচাপায় ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা | ছবি: প্রতীকী
0

নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। আজ (সোমবার,৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র জানান, দুপুর দেড়পার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় ঢাকা থেকে আগত পাবনাগামী একতা পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও দু’জন।

আরও পড়ুন:

এসময় পুলিশ এবং স্থানীয়রা আহত দুজনকে বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। এ ঘটনায় কদিমচিলান এলাকা থেকে বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

এফএস