যশোর সীমান্তে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি

জব্দ করা গাঁজাসহ বিজিবি
জব্দ করা গাঁজাসহ বিজিবি | ছবি: এখন টিভি
0

যশোরের ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) গভীর রাতে ঘিবা পূর্ব পাড়া বরই বাগান সংলগ্ন মাঠ থেকে উদ্ধার করা হয়।

তবে এসময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা গাজার মূল্য এক লাখ ৪৩ হাজার ৫০০ টাকা বলে দাবি বিজিবির।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের সদস্যরা ঘিবা পূর্ব পাড়া বরই বাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়। গভীর রাতে তারা দেখতে পায় যে কিছু লোক মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছে।

আরও পড়ুন:

বরই বাগানের নিকটবর্তী হলে বিজিবির টহলদল তাদেরকে ধাওয়া করে। চোরাকারবারীরা মাথার বস্তা ফেলে পালিয়ে যায়। টহলদল বস্তাগুলো হস্তগত করে এবং খুলে ভারতীয় গাঁজা দেখতে পায়। পরবর্তীতে পরিমাপ করে ৪১ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

এসএস