ঢাকা-১৫ আসনে মেডিকেল ক্যাম্প পরিদর্শনে ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | জামায়াত আমিরের ফেসবুক
0

ঢাকা-১৫ আসনের মনিপুরী হাই স্কুলে জামায়াতে ইসলামীর আয়োজিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন, নেন তাদের খোঁজখবরও।

আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া মেডিকেল ক্যাম্পে ভিড় জমে সাধারণ মানুষের।

আরও পড়ুন:

ক্যাম্পে মানুষ আসতে থাকে বিনামূল্যে চিকিৎসা ও জরুরি মেডিকেল চেকআপ নিতে। সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো উপস্থিতি।

ক্যাম্পের প্রতিটি সেকশন ঘুরে দেখেন ঢাকা-১৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমান। কথা বলেন সেবা নিতে আসা রোগীদের সঙ্গে, খোঁজ নেন আয়োজকদের।

এসএস