আজ (রোববার, ৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয় ও রেঞ্জ ডিআইজি অফিসের কার্যালয়ের সামনে এ অনশনের ডাক দেন তারা। অবস্থান কর্মসূচির আয়োজনে সার্বিক সহযোগিতা করে শহিদ ও আহত সেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী জুলাই যোদ্ধা ময়মনসিংহ বিভাগ।
আরও পড়ুন:
এসময় অনশনে থাকা জুলাই যোদ্ধা আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ‘৫ আগস্টের পর এখনও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় ফ্যাসিস্টরা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের অনেকেই তাদের মদদ দিয়ে আসছে আর এদিকে বিভিন্ন হুমকি-ধামকিসহ নিরাপত্তাহীনতায় দিন কাটছে জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের।’
এজন্য দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তারের দাবিও জানান অনশনে অংশ নেয়া সদস্যরা।





