নোয়াখালীতে খালের পানিতে ডুবে বৃদ্ধের প্রাণহানি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় খালের পানিতে ডুবে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৪ অক্টোবর) সকালে উপজেলার চর এলাহী ইউনিয়নের গাংচিলের ১২ নম্বর স্লুইজ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল (শুক্রবার, ৩ অক্টোবর) দুপুরে ওই খালের পাশে ঘাস কাটতে গিয়ে নিঁখোজ হন মালেক। মালেক চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শক্রবার আবদুল মালেক গরুর জন্য খালপাড়ে ঘাস কাটতে যান। খালে পানি কিছুটা কম ছিল। তবে ঘাসভর্তি বস্তা নিয়ে খাল পার হতে হতে জোয়ারে পানি বেড়ে যায়। এতে সাঁতার না জানায়, পানিতে তলিয়ে যান তিনি।

আরও পড়ুন:

পরে শনিবার সকালে স্থানীয় জাফরের জালে মালেকের মরদেহ আটকে গেলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এসএইচ