বিবৃতিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুন্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা এবং প্রশাসনের পক্ষ থেকে প্রদত্ত আংশিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় সংগঠনের নেতারা দাবি করেন, প্রশাসন এরইমধ্যে আলোচনার মাধ্যমে কিছু দাবি মেনে নিয়েছে। হতাহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে।
আরও পড়ুন:
এছাড়া অন্যান্য দাবিও আলোচনার টেবিলে যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। তাই ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিতের ঘোষণা প্রত্যাহার করে, পুরোপুরি প্রত্যাহার করা হয়।
এর আগে, গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সেনা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দল ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে।





