অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন-উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের অনেকেই নিজেকে সংখ্যালঘু মনে করেন। কিন্তু বাস্তবে তারা সংখ্যালঘু নন, এ দেশেরই নাগরিক, ভূমিপুত্র-ভূমিকন্যা। কেউ নিজেকে দুর্বল মনে করলে অন্য কেউ তাকে শক্তিশালী করতে পারে না। তাই আমরা সবাই সমান মর্যাদার নাগরিক।’
এ সময় তিনি বলেন, ‘পৃথিবীতে বিভিন্ন ধর্ম থাকবে এটা স্বাভাবিক। তবে নাগরিকদের মধ্যে কোনো শ্রেণিবিভেদ নেই। অতীতে কিছু অপকর্ম হলেও ভবিষ্যতে কাউকে সে সুযোগ দেওয়া হবে না। সুযোগসন্ধানীরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়।’
আরও পড়ুন:
আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর কুমিল্লা গড়ে তোলার আহ্বান জানিয়ে ইয়াছিন বলেন, ‘আমরা হিন্দু-মুসলিম সবাই মিলে সম্প্রীতির কুমিল্লা গড়তে চাই। এ এলাকা, এ দেশ এমনকি এ পৃথিবী আমাদের সবার। একে সুন্দর রাখার দায়িত্বও আমাদের সবার।’
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
এছাড়া বক্তব্য রাখেন পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সঞ্জিত দেবনাথ, মহানগর বিএনপির ১১ নং ওয়ার্ড সভাপতি জহিরুল হক, ১২ নং ওয়ার্ড সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।





