এ সময় প্রেস কাউন্সিল চেয়ারম্যান জানান, সংগঠন করলে কিছু কিছু সুবিধা পাওয়া যায়। সর্বক্ষেত্রে সাংবাদিকদের ঐক্য থাকতে হবে।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এরইমধ্যে সাংবাদিকদের সুরক্ষা আইনসহ কয়েকটি বিষয়ে সুপারিশ করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে সাংবাদিকদের অনেক উপকারে আসবে। প্রতিটি জায়গায়ই সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে, এগুলো একত্রিত হয়ে কাজ করলে আরও ভালো হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর ও জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসন।





