পাঁচ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ দিলো নিজামী ফাউন্ডেশন

নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ
নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ | ছবি: সংগৃহীত
1

পাবনার সাঁথিয়ায় পাঁচ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। এ সময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে শহীদ মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের সেক্রেটারি পাবনা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেন জানান, পাঁচ হাজারেরও অধিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। সকলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।

আরও পড়ুন:

অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিভাগের সহকারী সম্পাদক এসএস মুতাসিম বিল্লাহ। এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মিশরের আল আযহার ইউনিভার্সিটির শিক্ষক মুফতি আহমেদ শাওকী আফিফি, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারলিনা ইউনিভার্সিটির প্রফেসর ড. নকিবুর রহমান, বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. লিয়াকত হুসাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. আল মামুন রাসেল, গার্ডিয়ান পাবলিকেসন্সের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ আবু তাহের, তুরুস্কের খিরসেহির আহি এভরান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অরগাইজেশনের মহাসচিব মোস্তফা ফয়সাল পারভেজ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম।

এছাড়াও এ আয়োজনে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সাঁথিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ‌ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

এফএস