‘দেশের সংবিধান সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত সঠিক নির্বাচন হবে না’

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার | ছবি: এখন টিভি
0

দেশের সংবিধান সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত সঠিক নির্বাচন হওয়া নিয়ে সংশয় জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। আজ (রোববার, ২২ জুন) দুপুরে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন পার্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের যে সংবিধান যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে সংস্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় সঠিক নির্বাচন এখানে হবে না। সঠিক প্রার্থী আমরা পাবো না। আমাদের সঠিক নেতা নির্বাচন হবে না। নির্বাচন হলে পরে কোন সরকার, কোন দল সরকার গঠন করবে, সেটা যে পুনরায় ফ্যাসিবাদী হবে না? সেটাও আমাদের চিন্তার বিষয়।’

কাজল তালুকদার বলেন, ‘নির্বাচন পরিচালনা করে যুবকরাই। কিন্তু আমাদের দেশে সমস্যা হলো আমাদের যুবকরা সঠিক পথে থাকে না। বিভেদ হয়ে যায়। ভালো মন্দ বোঝার ক্ষমতা তখন হারিয়ে ফেলে। গণতন্ত্র সঠিক পথে যুবকরাই নির্ধারণ করতে পারে। এজন্য সঠিক প্রার্থীকে বেছে নেয়া, ভোট দেয়া, নির্বাচন করতে হবে।’

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ‘যারা আমাদের দেশের জন্য, জাতীর জন্য, সংসদে কথা বলবে। অধিকারের কথা বলবে। আইন প্রণয়ন করবে। সেখানে যদি ভুল প্রার্থী চলে যায় তাহলে দেশের অবস্থা কী? আমাদের স্বাধীনতার এতদিন পরে আবার গণতন্ত্রের চর্চা করি কেন? তাহলে আমরা অতীতে সঠিক ছিলাম না। ভুল পথে ছিলাম।’

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত রাঙামাটির স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট ‘আস্থা’ প্রকল্প এ সভার আয়োজন করে।

মূলত নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাগরিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের অ্যাডভোকেসি সভা ছিল এটি। সভায় রাজনৈতিক-সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহিংসতা প্রতিরোধ এবং সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্বারোপ করে সুশাসন ও গণতান্ত্রিক চর্চা বিষয়ে জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং রাজনৈতিক নেতাদের পরামর্শ গুরুত্বারোপ করা হয়।

নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিহির বরণ চাকমা, অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, সাংবাদিক সত্রং চাকমা, সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।

এএইচ