তিনি আরও জানান, অপরপ্রান্তে বিএসএফ বা ভারতীয় বাহিনী আছে তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হয় নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য। বিএসএফ বাহিনীও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য ও ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষে সকল সীমান্তবর্তী বিওপিতে জনবল বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক ডিজিটাল মনিটরিং, বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, থার্মাল ইমেজিং ডিভাইস স্থাপনসহ দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় শতাধিক স্থানে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকার ৭টি জেলায় ৬২টি উপজেলাসহ ১টি সিটি করপোরেশনে ৩৭টি সংসদীয় আসনে মোট ৬৫টি বেইজ ক্যাম্পে ১৪৬ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে এবং সীমান্তে সর্বমোট ৭৬টি বিওপিসমূহের প্রত্যেকটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে সর্বমোট ৪ হাজারের অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ব্যবস্থা কার্যকর থাকবে। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আধুনিক ২টি এপিসিসহ ১ প্লাটুন বিজিবি সদস্য কুয়িক রিএকশন ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়াও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ এলাকায় ক-৯ ইউনিটের ৭টি ডগসহ ১ প্লাটুন ক-৯ সদস্য মোতায়েন থাকবে। পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টির অধিক স্পীডবোট এবং ফাস্ট পেট্রোল ক্রাফট এর মাধ্যমে ৫ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচন পূর্ববর্তী সময় থেকে নির্বাচন পরবর্তী সময়ে দিনরাত রিভারাইন পেট্রোলে নিয়োজিত থাকবে।
রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ নির্বাচনি এলাকায় প্রতিটি ইউনিট ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে। নির্বাচনি এলাকায় অতিরিক্ত বেজ স্টেশন ও রিপিটার স্টেশন স্থাপনের মাধ্যমে ডিএমআর সেটের নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করা হবে। নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরে র্যাপিড অ্যাকশন টিম এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম।




