এ সময় তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া। তেহরানের বিরুদ্ধে শক্তি প্রয়োগ গোটা মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে মস্কো। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ওয়াশিংটন ও তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।
আরও পড়ুন:
উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধের বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনায় বসছে ইরানের শীর্ষ কর্মকর্তারা। এমন অবস্থায় ইরানের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। যদিও পেন্টাগন বলছে, ইরান ইস্যুতে ট্রাম্পের প্রত্যাশা পূরণে প্রস্তুত আছে মার্কিন বাহিনী।





