বিভিন্ন জায়গায় মাথা গরম দেখতে পাচ্ছি, মাথা ঠান্ডা রাখেন: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
1

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম আলাপ দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন আপনারা? একটু মাথাটা ঠান্ডা রাখেন। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘ফেনীতে একসময় একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল। সম্ভবত এটা বন্ধ হয়ে গিয়েছে। আবার চালু হয়েছে কি না, আমি জানি না। আমরা ঘোষণা দিয়েছি, ১৮ কোটি মানুষের দেশে ৬৪ জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না, ইনশা আল্লাহ। এটি হবে সরকারি মেডিকেল কলেজ। অলরেডি ৩৩টি জেলায় আছে। বাকি ৩১ জেলায় বাকি আছে।’

তিনি বলেন, ‘আল্লাহ যদি দেশবাসীর সেবা করার সুযোগ আমাদের দেয়, ফেনী ইনশা আল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে। ফেনী বঞ্চিত হবে না। এর পাশাপাশি এও আমরা ঘোষণা করেছি, প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে। সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন।’

আরও পড়ুন:

বাংলাদেশের অতীতের রাজনীতিকে বস্তাপচা আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবে না। মন্ত্রীর ঘরে জন্ম নিলেও মন্ত্রী হওয়া যাবে না। তার আপন যোগ্যতা যদি থাকে, তাহলে কেবল সে এ কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই, একজন সাধারণ রিকশাচালক ভাই তার সন্তানের মেধাবিকাশের মাধ্যমে, একদিন যেন সেও এ দেশের প্রধানমন্ত্রী হতে পারে। ওই বাংলাদেশ আমরা গড়তে চাই। অতীতের বস্তাপচা রাজনীতি, যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশে যারা বসবাস করবে, আমরা তাদের সবার সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইনশা আল্লাহ আমরা এ কাজে এগিয়ে যাবো। কেউ বাধা দিয়ে আমাদের আটকাতে পারবে না। বিভিন্ন জায়গায় আমরা মাথা গরম আলাপ দেখতে পাচ্ছি। শীতের দিনে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন আপনারা। একটু মাথাটা ঠান্ডা রাখেন। একটু জুলাইযোদ্ধাদের সম্মান করুন। এতগুলো শহিদের প্রতি একটু শ্রদ্ধা প্রদর্শন করুন। সেই সম্মান করলে মাথা গরমের কোনো সুযোগ নেই।’

মায়েদের বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘কিছু কিছু জায়গায় মা বোনদের ওপর কেউ কেউ হাত দিয়েছেন, আমরা তাদের অতি বিনয়ের সঙ্গে আহ্বান জানাবো, মা বোন আপনাদেরও আছে। নিজেদের মা বোনদের একটু সম্মান করুন। তাহলে বাংলার সবগুলো মা বোনকে আপনি সম্মান করতে পারবেন।’

এসএস