দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প
ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

গত বছরের বাণিজ্যচুক্তির শর্ত না মানায় দক্ষিণ কোরিয়ার পণ্যে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। গতকাল (সোমবার, ২৬ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ বিষয়ে অভিযোগ করেন ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প আরও লিখেন, ওয়াশিংটন ও সিউলের মধ্যে যে ঐতিহাসিক বাণিজ্যচুক্তি হয়েছিল দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা তা কার্যকর করতে ব্যর্থ হয়েছেন। এর জেরে দেশটির কাঠ ও কাঠের তৈরি পণ্য, গাড়ি, ওষুধসহ বেশ কিছু পণ্যে আরোপিত ১৫ শতাংশ শুল্ক আরও ১০ শতাংশ বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে সোমবার রাত পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে শুল্ক বৃদ্ধির বিষয়ে কোনো নির্বাহী আদেশ জারি করা হয়নি।
আরও পড়ুন:

প্রতিক্রিয়ায় সিউল জানিয়েছে, শুল্ক বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তের কোনো অফিশিয়াল নোটিশ দেওয়া হয়নি এবং তারা বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে জরুরি আলোচনা চায়। এছাড়াও, দ্রুতই ওয়াশিংটন সফরে যাবেন দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী।

এদিকে, ট্রাম্পের শুল্ক বাড়ানোর খবরে চটে গেছেন দেশটির সাধারণ মানুষ। ট্রাম্পের মুখোশ পড়ে প্রতীকী বিক্ষোভ করেছেন সিউলবাসী।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় চিয়ং ওয়া দে এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক বৃদ্ধির বিষয়ে তারা আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি। ট্রাম্পের ঘোষণার পর পরিস্থিতি পর্যালোচনায় আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) একটি বৈঠক ডাকা হবে বলেও জানানো হয়।

জেআর