আয়ারল্যান্ডে সম্পূর্ণ ফ্রি মাস্টার্স ও পিএইচডি, আবেদন করবেন যেভাবে

ইউরোপে স্কলারশিপ
ইউরোপে স্কলারশিপ | ছবি: এখন টিভি
0

ইউরোপের অন্যতম সমৃদ্ধ দেশ আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার (Study in Ireland) স্বপ্ন দেখছেন এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর। দেশটির সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য গভর্মেন্ট অব আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ (Government of Ireland International Education Scholarship - GOI-IES) এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়িত স্কলারশিপের (Fully Funded Scholarship) মাধ্যমে স্নাতক (Bachelor's), স্নাতকোত্তর (Master's) ও পিএইচডি (PhD) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। আয়ারল্যান্ড সরকার সরাসরি এই বৃত্তি কর্মসূচিতে অর্থায়ন করবে।

একনজরে আয়ারল্যান্ড সরকারি স্কলারশিপের প্রধান বৈশিষ্ট্যসমূহ (Key Highlights)

  • ইউরোপীয় মান: আয়ারল্যান্ডের বিশ্বখ্যাত ২৮টি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ।
  • বিষয় বৈচিত্র্য: বিজ্ঞান থেকে মানবিক—যেকোনো বিষয়ে আবেদনের স্বাধীনতা।
  • গবেষণা হাব: অত্যাধুনিক গবেষণাগার ও ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপের সুবিধা।
  • সফলতা: চমৎকার একাডেমিক রেকর্ড ও আইইএলটিএস (IELTS) স্কোরের ভিত্তিতে নির্বাচন।

আরও পড়ুন:

আর্থিক সুবিধা ও বিশাল স্টাইপেন্ড (Financial Benefits & Stipend)

নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি অত্যন্ত লাভজনক এবং সম্মানজনক। আয়ারল্যান্ড সরকারের নির্দেশনা অনুযায়ী, নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে বার্ষিক ১৮ হাজার ৫০০ ইউরো স্টাইপেন্ড (Stipend of €18,500) প্রদান করা হবে, যা জীবনযাত্রা ও গবেষণা ব্যয় নির্বাহে সহায়তা করবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ টিউশন ফি ও নিবন্ধন ফি (Full Tuition and Registration Fee Waiver) মওকুফ করা হবে। ফলে বিনা খরচে ইউরোপীয় মানের শিক্ষা গ্রহণের পথ প্রশস্ত হলো।

আবেদনের যোগ্যতা ও মানদণ্ড (Eligibility & Selection Criteria)

আয়ারল্যান্ড সরকারের এই বৃত্তিটিতে আবেদনের জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এই স্কলারশিপে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের বাইরের (Non-EU/EEA countries) সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের চমৎকার একাডেমিক ফলাফল (Outstanding Academic Record) থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রার্থীর চমৎকার যোগাযোগ দক্ষতা (Strong Communication Skills) এবং নেতৃত্বের গুণাবলী থাকা আবশ্যক। সাধারণত নির্বাচিত স্কলারদের সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ক্লাস শুরু করতে হয়।

অধ্যয়নের ক্ষেত্র ও সংযুক্ত বিশ্ববিদ্যালয় (Fields of Study & Partner Universities)

এই স্কলারশিপের সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে অধ্যয়নের বিষয়ের ওপর কোনো সীমাবদ্ধতা নেই। বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং (Engineering), চিকিৎসা (Medical Science), ব্যবসা (Business), মানবিক (Humanities) ও আর্টসসহ যেকোনো বিষয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আয়ারল্যান্ডের স্বনামধন্য অন্তত ২৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (Higher Education Institutions) এই কর্মসূচির আওতায় রয়েছে। যার মধ্যে ট্রিনিটি কলেজ ডাবলিন (Trinity College Dublin), মেইনুথ ইউনিভার্সিটি এবং ডাবলিন সিটি ইউনিভার্সিটির মতো বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত।

আরও পড়ুন:

আবেদন পদ্ধতি ও শেষ সময় (Application Process & Deadline)

আগ্রহী প্রার্থীদের আয়ারল্যান্ড সরকারের অফিশিয়াল অনলাইন পোর্টালে (Online Application Portal) গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময় ব্যক্তিগত তথ্য, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং কেন আয়ারল্যান্ডে পড়তে চান—তার একটি শক্তিশালী বিবরণ (Statement of Purpose) জমা দিতে হবে।

  • আবেদনের শেষ সময় (Application Deadline): ১২ মার্চ, ২০২৬।
  • আগ্রহী প্রার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:

আয়ারল্যান্ড সরকারি স্কলারশিপ বৃত্তির সুযোগ-সুবিধা (Scholarship Benefits at a Glance)

বিবরণ (Category) তথ্য (Details)
স্টাইপেন্ড (Annual Stipend) ১৮,৫০০ ইউরো (€18,500)
টিউশন ফি (Tuition Fees) সম্পূর্ণ ফ্রি (100% Waiver)
অধ্যয়নের স্তর (Study Levels) স্নাতক, মাস্টার্স ও পিএইচডি
আবেদনের শেষ সময় ১২ মার্চ, ২০২৬

আরও পড়ুন:

এসআর