ডিগ্রি ৩য় বর্ষের খাতা চ্যালেঞ্জ শুরু; জানুন আবেদনের নিয়ম ও ফি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) ২০২৩ সালের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফল (Degree 3rd Year Result) নিয়ে যাঁদের আপত্তি আছে, তাঁদের জন্য সুখবর। প্রকাশিত ফলের খাতা পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন (Application for Board Challenge) আগামীকাল ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।