আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই: ভূমি উপদেষ্টা

আলী ইমাম মজুমদার
আলী ইমাম মজুমদার | ছবি: এখন টিভি
0

মূলধারার দুটি রাজনৈতিক দলই নির্বাচনমুখী হওয়ায় আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

আজ (শনিবার, ২৪ জানুয়ারি) দুপুরে, সিলেট প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন:

এর আগে সিলেটের কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে করে উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকতায় আগের থেকে অনেক অধঃপতন হয়েছে, তবে সব সাংবাদিকদের প্রচেষ্টায় আগের ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।’

অভিষেক অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ সালের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সিলেট অঞ্চলের প্রথিতযশা সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এএম