আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

আবু সাঈদের কবর জিয়ারতে ডা. শফিকুর রহমান
আবু সাঈদের কবর জিয়ারতে ডা. শফিকুর রহমান | ছবি: জামায়াতের ফেসবুক পেজ
2

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালে উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে রংপুরে তিনি আবু সাঈদের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারতের পর আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন জামায়াত আমির।

এরপর গণমাধ্যমে তিনি বলেন, ‘আবু সাঈদ এবং তাদের সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদের ঋণী করে গিয়েছেন, আমাদের ওপর আমানতের বোঝা রেখে গিয়েছেন, তাদের মতো জীবন দিয়ে সে আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাবো ইনশা আল্লাহ। তাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা ছিল, একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাসমুক্ত ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ার। যে বাংলাদেশে সব ধর্ম, বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে। আমরা সে ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো, ইনশা আল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই।’

আরও পড়ুন:

গণঅভ্যুত্থানের শহিদদের বিচারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিচারকাজ চলছে, আমরা চাই অতিদ্রুত সে বিচারের কাজ সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক। এ ব্যাপারে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট।’

আজ গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনায় নির্বাচনি জনসভায় অংশ নিবেন জামায়াত আমির।

এসএস