ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনসহ কর্মসংস্থানের প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
0

ক্ষমতায় গেলে ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসনসহ, দেশব্যাপী কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মিরপুরে নিজ আসন ঢাকা-১৭তে নির্বাচনি জনসভায় এ বক্তব্য রাখেন তিনি। শোনেন সমাবেশে অংশগ্রহণকারী ভোটারদের প্রত্যাশা।

প্রথমবার নিজ আসন ঢাকা-১৭তে তারেক রহমানের জনসভা। বিকেল ৪টা থেকে কর্মী সমর্থকদের শ্লোগানে মুখর ভাষানটেক এলাকা। ভোটার ছাড়াও অনেকেই এক নজর দেখতে এসেছেন বিএনপি চেয়ারম্যানকে।

সন্ধ্যা সাড়ে ৬টায় স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে এলেন তারেক রহমান। বক্তব্যের শুরু অভিনব কায়দায় এ আসনের কয়েকজন ভোটারকে ডেকে নিলেন। তাদের মুখেই শুনলেই দীর্ঘদিনের দুঃসহ যন্ত্রণা ও তাদের প্রত্যাশার কথা।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমাদের জায়গা দখল করে নিয়ে গেছে, আপনার কাছে আবদার যাদের যাদের জায়গা দখল করে নিয়ে গেছে আপনি তাদের সহযোগিতা করবেন।’

আরও পড়ুন:

সব কথা শুনে তারেক রহমান বস্তিবাসীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন। সঙ্গে বললেন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেয়ার কথা।

তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ যে তরুণ সমাজ আছে, নারী বা পুরুষ, তাদের বিভিন্নরকম ট্রেনিংয়ের ব্যবস্থা করবো, তাদের পড়ালেখা শেষ হোক বা শেষ হওয়ার আগে। যেন দেশের ভেতরেই ব্যবসা-বাণিজ্য করা হোক বা দেশের বাইরে তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।’

জনগণের ভোটে নির্বাচিতরাই জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে বলে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তারেক রহমান।

এসএস