বিপিএল চ্যাম্পিয়নের জন্য থাকছে বিশাল প্রাইজমানি, একনজরে পূর্ণাঙ্গ তালিকা

বিপিএল ২০২৫
বিপিএল ২০২৫ | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) ১২তম আসরের জমকালো ফাইনাল আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি)। মাঠের লড়াইয়ের পাশাপাশি ক্রিকেট ভক্তদের মনে এখন বড় প্রশ্ন—বিপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে (How much money will BPL 2026 champion get)? বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) সূত্রে জানা গেছে, এবারের আসরে প্রাইজমানি এবং ব্যক্তিগত পুরস্কারের অংক গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।

চ্যাম্পিয়ন ও রানার্স-আপ পুরস্কার (Winner and Runner-up Prize)

এবারের বিপিএলে শিরোপাজয়ী দলের জন্য বড় অংকের আর্থিক পুরস্কার বরাদ্দ করা হয়েছে।

বিজয়ী দল (Champion Team): বিপিএলের ১২তম আসরে চ্যাম্পিয়ন দল পাবে মোট ২ কোটি ৫০ লাখ টাকা (BDT 2.5 Crore)। গত বছর এটি ছিল ২ কোটি টাকা, অর্থাৎ এবার ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে।

রানার্স-আপ দল (Runner-up Team): ফাইনালে পরাজিত বা রানার্স-আপ দল পাবে ১ কোটি ৫০ লাখ টাকা (BDT 1.5 Crore)।

আরও পড়ুন:

ব্যক্তিগত পুরস্কারের তালিকা (Individual Awards List)

দলের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের জন্যও থাকছে আকর্ষণীয় অর্থ পুরস্কার:

টুর্নামেন্ট সেরা খেলোয়াড় (Player of the Tournament): পুরো টুর্নামেন্টে সেরা পারফর্ম করা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা (BDT 10 Lakh)।

ফাইনালের সেরা খেলোয়াড় (Player of the Final): আজকের ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫ লাখ টাকা (BDT 5 Lakh)।

সর্বোচ্চ রান সংগ্রাহক (Highest Run Scorer): আসরের সর্বোচ্চ রান করা ব্যাটার পাবেন ৫ লাখ টাকা (BDT 5 Lakh)।

সর্বোচ্চ উইকেট শিকারী (Highest Wicket Taker): সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পাবেন ৫ লাখ টাকা (BDT 5 Lakh)।

সেরা ফিল্ডার ও উদীয়মান খেলোয়াড় (Best Fielder and Emerging Player): এই দুই ক্যাটাগরিতে বিজয়ীরা পাবেন ৩ লাখ টাকা (BDT 3 Lakh) করে।

আরও পড়ুন:

বিপিএল ২০২৬ পুরস্কারের তালিকা (BPL 2026 Prize Money Checklist)

বিপিএলের এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও থাকছে বড় অংকের আর্থিক পুরস্কার। একনজরে দেখে নিন পুরস্কারের খতিয়ান:

পুরস্কারের বিভাগ (Award Category) পুরস্কারের পরিমাণ (টাকায়) প্রাইজ মানি (Approx. USD)
🏆 চ্যাম্পিয়ন দল (Champion) ২ কোটি ৫০ লাখ টাকা $210,000
🥈 রানার্স-আপ দল (Runners-up) ১ কোটি ৫০ লাখ টাকা $125,000
ম্যান অব দ্য টুর্নামেন্ট ১০ লাখ টাকা $8,400
ম্যান অব দ্য ফাইনাল ৫ লাখ টাকা $4,200
সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ টাকা $4,200
সর্বোচ্চ উইকেট শিকারী ৫ লাখ টাকা $4,200
সেরা ফিল্ডার ও উদীয়মান খেলোয়াড় ৩ লাখ টাকা $2,500

আরও পড়ুন:

যেভাবে হলো ট্রফি উন্মোচন (How the Trophy was Unveiled)

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে (Mirpur Sher-e-Bangla Stadium) বিকেল ৪টায় এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাল কাপড়ে মোড়ানো ট্রফিটি একটি বিশেষ হেলিকপ্টারে (Helicopter) করে মাঠের ঠিক মাঝখানে নামিয়ে আনা হয়। ট্রফিটি বহন করে আনেন অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী (Akbar Ali) এবং জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন (Salma Khatun)।

ট্রফির বিশেষত্ব ও মূল্য (Specialty and Price of the Trophy)

এবারের বিপিএল ট্রফিতে আভিজাত্যের সর্বোচ্চ ছোঁয়া রাখা হয়েছে। জানা গেছে, এই ট্রফিটি তৈরিতে আসল হীরা (Diamond) ব্যবহার করা হয়েছে।

  • ট্রফির আনুমানিক মূল্য: প্রায় ২৫ লাখ টাকা (Approx. 25 Lakh BDT)।
  • কারুকার্য: হীরাখচিত এই ট্রফিটি একটি রাজকীয় 'ট্রফি কেসে' স্থাপন করা হয়েছে।
  • ফটোসেশন: ট্রফি উন্মোচনের পর দুই ফাইনালিস্ট দলের অধিনায়ক (Finalist Captains) ট্রফির দুই পাশে দাঁড়িয়ে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন।

আরও পড়ুন:

পুরনো রীতিতে পরিবর্তন (Changes in Traditional Rituals)

সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে সাত দলের অধিনায়কদের নিয়ে ফটোসেশন করা হলেও এবার কেবল দুই ফাইনালিস্টকে নিয়ে ফাইনালের দিন এই আয়োজন করা হয়। বিসিবির এই নতুন উদ্যোগ বিপিএলের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:



এসআর