ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাট করতে নেমে তানজিদ তামিম আর শাহিবজাদার জুটিতে ভালো শুরু পায় রাজশাহী। দু’জনের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতেই ৬১ রান তোলে দলটি।
তানজিদ তামিম ৩২ রান করে সাজঘরে ফিরলে রানের গতিতে ছেদ পড়ে। এরপর কেন উইলিয়ামসন ৪৫ রান করলেও মুশফিক, শান্তরা নিজেদের মেলে ধরতে পারেননি।
আরও পড়ুন:
তবে জিমি নিশামের ৪৪ রানের সুবাদে করে ১৬৫ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। লক্ষ্য তাড়ায় লঙ্কান বোলার বিনুরা ফার্নান্দোর তোপে শূন্য রানেই প্যাভিলিয়নে ফেরেন জাকির ও আরিফুল।
স্যাম বিলিংসের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন পারভেজ ইমন। তবে ৪৮ রান করে ইমন ও ৩৭ রান করে স্যাম বিলিংস আউট হলে খেই হারায় সিলেট। শেষ ৭ ওভারে হাতে ৬ উইকেট থাকলেও ৪০ রানের সমীকরণ মেলাতে পারেনি সিলেট টাইটান্স, ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থামে তাদের ইনিংস।





