রাজশাহীকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো চট্টগ্রাম

চট্টগ্রাম রয়্যালস টিম
চট্টগ্রাম রয়্যালস টিম | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটে নিলো চট্টগ্রাম রয়্যালস।

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ২০ ওভারে করে ১৩৩ রান। তানজিদ হাসান তামিম ৪১ ও শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের ঝোড়ো ৩৫ রানে লড়াইয়ের পুঁজি পায় তারা। ২০ রানে দুই উইকেট শিকার করেন অধিনায়ক শেখ মেহেদী। ২৭ রানে ২ উইকেট নেন আমের জামাল।

আরও পড়ুন:

জবাবে চট্টগ্রামের দুই ওপেনার মির্জা বেগ ও মোহাম্মদ নাইম ৬৪ রানের জুটি গড়েন। মির্জা বেগের ৪৫ রানের ইনিংস আর শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসানের ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে চট্টগ্রাম। ফাইনালে উঠেই শিরোপার দৌড়ে একধাপ এগিয়ে গেলো রয়্যালস। ব্যাট বলে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হন অধিনায়ক শেখ মেহেদী।

এএম