ঢাকা-১৫ আসনে সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
1

ঢাকা-১৫ আসনে সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি প্রচারণা। এছাড়া আগামী ২৩ ও ২৪ জানুয়ারি নির্বাচনি সফরে উত্তরাঞ্চল যাবেন তিনি।

আজ (বুধবার, ১১ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, ‘পঞ্চগড় জেলা দিয়েই উত্তরের প্রচারণার যাত্রা শুরু হবে আমিরের। একই দিনে দিনাজপুর, ঠাকুরগাঁও ও সন্ধ্যায় রংপুরে জনসভায় ভাষণ দিবেন জামায়াত আমির।’

আরও পড়ুন:

এছাড়া ২৪ জানুয়ারি সকাল ১০টায় শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে উত্তরের দ্বিতীয় দিনের সফর।

গাইবান্ধা, বগুড়া, শেরপুর, সিরাজগঞ্জ ও পাবনায় প্রচারণা সভায় যোগ দিয়ে ঢাকায় ফিরবেন তিনি। ২৫ তারিখ ঢাকায় বেশ কয়েকটি সমাবেশ ও বৈঠকে অংশ নিবেন জামায়াত আমির।

এদিকে জামায়াত আমিরের সফর ও নির্বাচনি প্রচারণা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জামায়াত চিঠি দিয়েছে বলে জানান এহসান মাহবুব জুবায়ের।

এসএস