’২৪-এর মতো পরিস্থিতি আর নয়: গণভোটের ব্যাখ্যায় আলী ইমাম মজুমদার

আলী ইমাম মজুমদার
আলী ইমাম মজুমদার | ছবি: এখন টিভি
0

খাদ্য ও বাণিজ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ২০২৪ সালে যে পরিস্থিতিতে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তা যেন আর না ঘটে—সে বার্তাই জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার। আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উপদেষ্টা বলেন, ‘দেশকে স্থিতিশীল রাখতে যে সংস্কার প্রয়োজন, তা বিভিন্ন বিশেষজ্ঞ নিয়ে গঠিত কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছে। এসব সিদ্ধান্তের পক্ষে জনগণের সমর্থন নিশ্চিত করাই গণভোটের উদ্দেশ্য।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সবাই যেন ভয়ভীতি ও চাপমুক্ত পরিবেশে নির্বাচনে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’

আলী ইমাম মজুমদার বলেন, ‘কেউ যদি ভোটে বিঘ্ন ঘটাতে চাই এবং কোথাও যদি কোনো চিহ্নিত অপরাধী থাকে তাহলে তাকে অবশ্যই পুলিশ আটক করবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং বক্তব্য রাখেন পুলিশ সুপার জসিম উদ্দিনসহ অন্যান্যরা।

এএম