বিশ্বকাপ অনিশ্চয়তায় বাংলাদেশ; প্রস্তুতি নিয়ে শঙ্কায় লিটন

অধিনায়ক লিটন দাস ও খেলার অনুশীলন চলছে
অধিনায়ক লিটন দাস ও খেলার অনুশীলন চলছে | ছবি: এখন টিভি
0

৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও পেন্ডুলামের মতো দুলছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। এবারের বিশ্বকাপের আসরে বাংলাদেশ খেলবে কিনা সেই প্রশ্নের উত্তর জানেন না অধিনায়ক লিটন দাস। ভেন্যু কিংবা প্রতিপক্ষ নিশ্চিত না হওয়ায় প্রস্তুতিতে ঘাটতি পড়বে বলেও মনে করেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় নেই। ৭ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের সবচেয়ে বড় আসর। কিন্তু অবাক করা বাস্তবতা এখনো নিশ্চিত নয়, এই বিশ্বকাপে আদৌ খেলবে কিনা বাংলাদেশ!

মোস্তাফিজ ইস্যু থেকে পুরো দলের নিরাপত্তার প্রশ্ন, সবমিলিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। অন্যদিকে ভারতীয় আধিপত্যের কাছে নতজানু আইসিসিও পারছে না সিদ্ধান্ত নিতে। এ অবস্থায় বিশ্বকাপে অনিশ্চিত বাংলাদেশ। বিশ্ব আসরে অংশ নেওয়ার আগে যেখানে লম্বা প্রস্তুতি নেয়ার কথা সেখানে ক'দিন আগেও এমন অনিশ্চয়তা নিশ্চয়ই লিটন দাসদের পরিকল্পনা ছেদ টানবে।

আরও পড়ুন:

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘আপনি খেলছেন, এ সময় যদি আপনি জানতেন গ্রুপকে হবে আপনি কোন দেশে যাচ্ছেন এটি একটু হেল্প হতো। যে জিনিসটি আমার হতেই নেই, বা আমাদের যে ১৫ জন আছে তারা জানেই না কোন দেশে যাবে তারা, কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেইন সবাই আনসার্টেইন। আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেইন এ মুহূর্তে।’

প্রশ্ন একটাই আইসিসির সিদ্ধান্ত কবে আসবে? বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎই বা কোন পথে? উত্তরের অপেক্ষায় পুরো বাংলাদেশ।

এফএস