বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ভারত-পাকিস্তানের গণমাধ্যমে ছড়াচ্ছে ভুল তথ্য

বিসিবির নজর আলোচনায়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনার সঙ্গে প্রতিনিয়ত বাড়ছে গুজবের সংখ্যা। ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে ছড়াচ্ছে একের পর এক ভুল তথ্য। বিসিবি অবশ্য সবকিছু থেকে নজর সরিয়ে মনোযোগ দিচ্ছে আলোচনার টেবিলেই।

বিসিবি পরিচালক আমজাদ বলেন, ‘এ ব্যাপারে তারা কোনো স্পেসিফিক ডেট বা তারিখ জানায়নি, শুধু বলেছে পরবর্তী তারিখটা জানিয়ে দেবে।’

দিনদুয়েক ধরে দেশের ক্রিকেটকে ব্যস্ত করে রেখেছিল ২১ তারিখের ডেডলাইন। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ভেসে বেড়ানো খবর বিসিবি পরিচালক আমজাদ হোসেন উড়িয়ে দিয়েছিলেন এভাবেই। উড়ো খবরগুলো বিসিবির ভেতরেও কিছুটা অস্থিরতা তৈরি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি পরিচালক এখন টিভিকে জানান, আলোচনা এখনো অনেকটাই বাকি। ভারতের গণমাধ্যম কেবল চাপ তৈরির উদ্দেশ্যেই খবর প্রচার করছে এমনটাই দাবি তার। এমনকি পাকিস্তানের গণমাধ্যমও চলমান ইস্যুতে গুজব ছড়াচ্ছে বলে মত এই পরিচালকের।

আরও পড়ুন:

বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে বিশ্বকাপ, এমন খবরও হাজির হয়েছে। যদিও বিসিবির এই পরিচালক জানালেন, এই তথ্যটি এখন পর্যন্ত খোদ বিসিবিরই অজানা। একই সুরে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও৷

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে বা আমাদের উপর চাপ সৃষ্টি করে কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে, তাহলে তা আমরা মানবো না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে জানালে আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা খুব যুক্তি সংগত কারণে ভেন্যু চেঞ্জ করার কথা বলেছি। আমাদের উপর অযৌক্তিক চাপ তৈরি করে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।’

অবশ্য এসব গুঞ্জন ছাপিয়ে বিসিবির মনোযোগ কেবলই আইসিসির সঙ্গে আলোচনায়৷ সময় প্রায় ফুরিয়ে এলেও এখন পর্যন্ত বিশ্বকাপ খেলার প্রশ্নে ইতিবাচক মনোভাবই রাখছে ক্রিকেট বোর্ড।

এএম