টি-টোয়েন্টিতে সাফল্য, টেস্টে ধস— কোচ গৌতমের ‘গম্ভীর’ খেরোখাতা

গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর | ছবি: সংগৃহীত
0

গৌতম গম্ভীর ভারত জাতীয় দলের কোচ হয়ে আসার পর শুরুটা ভালো হলেও দিন দিন যেন দলটির ফলাফল খারাপের দিকে যাচ্ছে। টি-টোয়েন্টিতে পরিসংখ্যান তার পক্ষে কথা বললেও ওয়ানডেতে ভারতের মান হিসেবে যেন ঠিক যথেষ্ট নয়। আর টেস্টে গত দেড় দশকের মাঝে সবচেয়ে বাজে সময় কাটাচ্ছে টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের অধীনে ভারতের ফলাফলের।

আকাশ সমান প্রত্যাশা নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে ভারতের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে নিয়োগ দেয়া হয়। তার জয়ের মূলমন্ত্রই ছিল আক্রমণাত্মক খেলা এবং জেতার জন্য যেকোনো কিছু করা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাফল্যে আসে অধারাবাহিকতা। এমনকি একের পর এক হার এবং হতাশাজনক পারফরম্যান্সে তিনি যেন এখন ভারতের গলার কাঁটা।

গম্ভীরের অধীনে ভারত যে খুব খারাপ করেছে এমন না। মেজর টুর্নামেন্ট হিসেবে সাবেক এ ক্রিকেটারের কোচিংয়েই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও একই বছর অনুষ্ঠিত এশিয়া কাপে শিরোপা জেতে ভারত। গম্ভীরের সেরা সাফল্য এসেছে টি-২০ ফরম্যাটে। যেখানে সবমিলিয়ে ২৭ ম্যাচের ২৩টি জিতেছে ভারত, হেরেছে তিনটিতে।

গম্ভীর সময়কালে ওয়ানডেতে ২০ ম্যাচের ১২টিতে জিতেছে ভারত। সাতটি হারের সঙ্গে আছে একটি টাই। তবে ক্রিকেটের সবচেয়ে বনেদি ফরম্যাট টেস্টে রেকর্ড কথা বলছে তার বিপক্ষেই। গম্ভীর হেড কোচ হওয়ার পর ১৯টি টেস্ট খেলে মাত্র সাতটিতে জিতেছে ভারত। দুটি ড্রয়ের সঙ্গে আছে দশটি হার।

আরও পড়ুন:

গম্ভীরের অধীনে ১৯৮৮ সালের পর প্রথমবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত। ২০১২ সালের পর প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এমনকি ২৫ বছর পর ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে গম্ভীরের আমলেই। আছে ঘরের মাঠে টেস্টে সর্বনিম্ন রানে অল আউট, রানের হিসেবে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জাও।

ওয়ানডে ফরম্যাটেও পেছনে হাঁটছে ভারত। সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছে দলটি। ইতিহাসেই যা প্রথম। এমনকি সিরিজ নির্ধারণী ম্যাচেও দীর্ঘ সময় পর হেরেছে গম্ভীরের শিষ্যরা। এর আগে ২৮ বছর পর শ্রীলঙ্কার কাছে সিরিজ হেরেছে ভারত। সবমিলিয়ে গম্ভীরের অধীনে যেন নীচের দিকেই যাচ্ছে দেশটির ক্রিকেট।

এএম