সিস্টেম সঠিকভাবে গড়লে স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতির সুযোগ থাকবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম | ছবি: এখন টিভি
2

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, সিস্টেম ঠিক না হওয়া পর্যন্ত হাসপাতালগুলোর অনিয়ম ও অব্যস্থাপনা কোনোকিছুই ঠিক করা যাবে না। সিস্টেম সঠিকভাবে গড়ে তুলতে পারলে দুর্নীতি বা অনিয়ম সুযোগ থাকবে না। সিস্টেম বদলাতে সময় লাগবে, তবে চেষ্টা করলে তা সম্ভব।

আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বেলা ৫টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘দেশের চাবি আপনাদের হাতে’ স্লোগানকে সামনে রেখে গণভোট–২০২৬ এর প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরজাহান বেগম বলেন, ‘হাসপাতালে যে পরিমাণ ডাক্তার দেয়া দরকার, সে ডাক্তার আমরা দিতে পারি না। কেন এমনটা হচ্ছে? যিনি সত্যি সত্যি এমন পরিবর্তন করতে পারবে তাকেই আমাদের খুঁজে নিতে হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এবার ভোট রাষ্ট্রের জন্য। যত বেশি “হ্যাঁ” ভোট পাওয়া যাবে, তত বেশি সঠিকভাবে কাজ করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে “হ্যাঁ” ভোট। আমার যদি মনে করি আমাদের সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য একটি নিরাপদ বাংলাদেশ আমরা রেখে যাবো, তাহলে গণভোটে “হ্যাঁ” ভোট দিতে হবে।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ আরও অনেকে।

এসএস